মুজফফরনগর (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের ইসলামিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে তাদের কার্য্যালয়ে লাউডস্পিকার ব্যবহারের ব্যাপারে ১৫ জানুয়ারির মধ্যে অনুমতি নিতে বলল সাহারানপুর জেলা প্রশাসন। সম্প্রতি বিনা অনুমতিতে উত্তরপ্রদেশে মন্দির, মসজিদ ও অন্যান্য প্রকাশ্য স্থানে লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করেছে যোগী আদিত্যনাথ সরকার। এলাহাবাদ হাইকোর্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ কার্যকর করা সুনিশ্চিত করতে বলার পরই রাজ্য সরকার লাউডস্পিকার বাজানোয় বিধিনিষেধ ঘোষণা করে।
দেওবন্দকে নোটিস পাঠিয়ে বলে দেওয়া হয়েছে, নির্ধারিত দিনের মধ্যে অনুমতি না নিলে তাদের কার্য্যালয় থেকে লাউডস্পিকার খুলে নেওয়া হবে। তারা অবশ্য অনুমতি নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানিয়েছে দেওবন্দ।
প্রসঙ্গত, দেওবন্দের তিনটি মসজিদেই লাউডস্পিকার ব্যবহার করা হয়।
তবে শুধু দেওবন্দ নয়, সব ধর্মীয় সংগঠনকেই লাউডস্পিকার বাজানোর জন্য অনুমতি সংগ্রহ করতে একই ধরনের নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাহারানপুর ডেপুটি পুলিশ সুপার সিদ্ধার্থ।