নয়াদিল্লি: বিবর্তন-বিতর্কে এবার ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়ে দিলেন, চার্লস ডারউইনের বিবর্তন-তত্ত্ব ভুল প্রমাণ করার জন্য কোনও উদ্যোগ বা অনুষ্ঠানের পরিকল্পনা নেই সরকারের। তাঁর মতে, বিজ্ঞানকে খাটো করা উচিত নয়। এপ্রসঙ্গে, তিনি তাঁরই মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহকে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে এধরনের আলটপকা মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে ডারউইনের তত্ত্ব ভুল বলে দাবি করেন সত্যপাল সিংহ। তিনি বলেন, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল। স্কুল এবং কলেজের পাঠক্রমে এই তত্ত্বের পরিবর্তন প্রয়োজন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বানর প্রজাতি থেকে মানুষের উদ্ভব হয়েছে এমন কোনও উল্লেখ আমাদের পূর্ব পুরুষরা করেননি। প্রথম থেকেই মানুষ পৃথিবীতে মানুষ হিসাবেই ঘুরে বেড়িয়েছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সারা ভারত বৈদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।
সত্যপালের এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে প্রবল সমালোচিত হন সত্যপাল। যদিও, তা সত্ত্বেও, নিজের মন্তব্যে অনড় থাকেন। বলেন, আমি বিজ্ঞানে বিশ্বাস করি। আমি কলা বিভাগে পড়াশোনা করিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি সম্পূর্ণ করেছি। আমি ভিত্তিহীন মন্তব্য করি না। সারা বিশ্বে ডারউইনের মতবাদের বিরোধিতা করা হয়েছে। ডারউইনের তত্ত্ব একটা জনশ্রুতি।