নয়াদিল্লি: এয়ারটেল, আইডিয়া সেলুলার চার্জ কমানোয় তাদের সঙ্গে পাল্লা দিতে সংশোধিত স্কিম চালু করে গ্রাহক টানার রাস্তায় ভোডাফোন। তারা এ মাসে আগের দামেই টুজি, থ্রিজি ও ফোরজি পরিষেবায় ৬৭ শতাংশ বেশি ডেটা দেবে বলে জানাল। এক বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, ৩ জিবি থ্রিজি বা ফোরজি মান্থলি রিচার্জ প্যাকের জন্য দিতে হয় প্রায় ৬৫০ টাকা। এবার এই দামেই ৫ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাত্ অতিরিক্ত ৬৭ শতাংশ ডেটা মিলবে। এর ফলে যাঁরা কম মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, সেইসব খদ্দের আরও সুলভে ইন্টারনেট পরিষেবার সুযোগ পাবেন। প্রথম ইন্টারনেট ব্যবহারকারীরাও অনলাইনে আসায় আগ্রহী হবেন। এয়ারটেল, আইডিয়া চার্জ কমানোর এক পক্ষকালের মধ্যেই এই পদক্ষেপ করল ভোডাফোন।


তারা বলেছে, ৩৯ টাকায় ৫ দিনের টুজি স্যাশে প্যাকে এবার ১৬০ এমবি-র বদলে পাওয়া যাবে ২২৫ এমবি ডেটা। অর্থাত্ ৪১ শতাংশ বেশি ডেটা। ১২ টাকায় ১ দিনের বৈধতা থাকা থ্রিজি বা ফোরজি স্যাশে প্যাকে এবার ৩০ এমবি-র পরিবর্তে পাওয়া যাবে ৫০ এমবি ডেটা, অর্থাত্ ৬৭শ শতাংশ বেশি ডেটা।

ভোডাফেন ইন্ডিয়ার ডিরেক্টর-কমার্শিয়াল সন্দীপ কাটারিয়া বলেছেন, ভোডাফোন ডিলাইটস আরও বেশি ডেটার অফার দিচ্ছে। আমরা চাই, আমাদের লক্ষ লক্ষ গ্রাহক পুরোদমে আমাদের নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন। বাছাই করা কয়েকটি প্রি-পেইড প্যাকে ৬৭ শতাংশ বাড়তি ডেটার সুবিধা থাকার ফলে গ্রাহকরা দারুণ উপকৃত হবেন।

মোবাইল শিল্প মহলের খবর, মুকেশ অম্বানির রিলায়েন্স জিও ফোরজি এলওয়াইএফ হ্যান্ডসেটের দাম ২৫ শতাংশ কমিয়ে ২ হাজার ৯৯৯ টাকা করে দেওয়ার পর বাকিরা বাজার ধরে রাখতে ডেটা যুদ্ধে নেমেছে। রিলায়েন্স জিও সেটের সঙ্গে দিচ্ছে ফ্রিতে জিও সিম। সেইসঙ্গে তাদের অফার, ৯০ দিনের ফ্রি আনলিমিটেড ফোরজি মোবাইল ইন্টারনেট ও সিম কার্ডে ভয়েস কলিংয়ের সুবিধা।