নয়াদিল্লি: স্মার্টফোন কোম্পানি ডেটাউইন্ড নিয়ে এল PocketSurfer GZ স্মার্টফোন। এই ফোনের দাম মাত্র ১৪৯৯ টাকা। গত বছর রিলায়েন্স কমিউনিকেশন্সের সঙ্গে ডেটাউইন্ডের অংশীদারিত্বের সূত্রে নতুন এই স্মার্টফোনে গ্রাহকদের ১ বছর নিখরচায় ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে।


ডেটাউইন্ডের দাবি, লিনক্স অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনে রয়েছে টাচস্ক্রিন। রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে ফ্ল্যাশ। যদিও কোম্পানি এখনও এই ফোনের পুরো স্পেশিফিকেশন জানায়নি।

ডেটাউইন্ডের সিইও সুনীত সিংহ টুলি বলেছেন, আমরা চাই, সহজেই যাতে যে কেউ এই স্মার্টফোন কিনে ব্যবহার করতে পারেন।এজন্য ১৪৯৯ টাকায় এই ফোন লঞ্চ করছি। এরফলে আরও বেশি মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন।ইন্টারনেট তো আজ আবশ্যিক হয়ে উঠেছে। এই ফোনের মাধ্যমে ইন্টারনেটের সুবিধাও পাওয়া যাবে।