জয়পুর: রাজস্থানের মুখ্য সচিব ওমপ্রকাশ মীনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তাঁর মেয়ে গীতাঞ্জলি অভিযোগ করেছেন, ছোটবেলা থেকে বাবার হাতে যৌন নির্যাতন সহ্য করতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, পুত্রসন্তানের জন্ম দিতে না পারার জন্য ওমপ্রকাশ ও তাঁর পরিবার গীতাঞ্জলির মা গীতা সিংহের ওপর শারীরিক অত্যাচার চালাতেন। গীতাও বলেছেন, কীভাবে মীনা ও তাঁর পরিবারের লোকের হাতে তাঁকে ও তাঁর মেয়েকে অত্যাচারিত হতে হয়েছে। গীতাঞ্জলি হাইকোর্টে বিবৃতি দিয়ে মায়ের অভিযোগ সমর্থন করেছেন। এখন লন্ডনে পড়াশোনা করে গীতাঞ্জলি। বিবৃতিতে তিনি বলেছেন, তাঁর বাবা সবসময় তাঁকে দায় বলে মনে করতেন। তাঁর জন্য খরচ করা প্রতিটি টাকার জন্য শারীরিক নিগ্রহ সহ্য করতে হয়েছে তাঁকে। ১৩ বছর বয়স থেকে তিনি বাবার হাতে যৌন নিগ্রহের শিকার হন। দুবছর এভাবে চলার পর মরিয়া হয়ে মাকে সব কিছু খুলে বলেন তিনি। তারপরেই তাঁর মা মীনার মুখোমুখি হয়ে পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি দেন। গীতাঞ্জলির আরও অভিযোগ, পুত্রের জন্ম দিতে না পারার জন্য তাঁর মাকে যেমন অত্যাচার সহ্য করতে হয়েছে, তেমনই নির্যাতন হয়েছে মীনাকে ডিভোর্স দিতে না চাওয়ার জন্য, কারণ তিনি দ্বিতীয় বিয়ে করতে পারছিলেন না। গীতাঞ্জলি ও তাঁর মায়ের আরও অভিযোগ, অত্যন্ত প্রভাবশালী মীনার বিরুদ্ধে তাঁদের নালিশ নিতেই চায়নি পুলিশ। সবসময় তারা চেষ্টা করেছে, কোনওমতে মীনার পক্ষে ব্যাপারটা মিটমাট করে দিতে। বাধ্য হয়ে গীতা সিংহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। ওমপ্রকাশ মীনার অবশ্য দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তাঁর স্ত্রী ও কন্যা তাঁর বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশন ও আদালে বহু নালিশ দায়ের করেছেন, দুটো মামলায় হেরেও গিয়েছেন তাঁরা। এখন যেভাবে তাঁরা জনসমক্ষে গিয়েছেন, তাতে তিনি ‘অবাক’ বলে মীনার দাবি।