নয়াদিল্লি: ভারতে অস্থির পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমর সহযোগীদের বিরুদ্ধে  চার্জশিট দাখিল করেছে।


চার্জশিটে দাবি করা হয়েছে দাউদ সহযোগী, যারা ডি কোম্পানি হিসেবে পরিচিত, তারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি ও বিভিন্ন গির্জায় হামলা চালানোর ছক কষেছিল। পরিকল্পনা ছিল ২০১৫-র জুলাই থেকে অগাস্টের মধ্যে এই হামলা চালানোর। যাদের নামে চার্জশিটে অভিযোগ রয়েছে তাদের মধ্যে রয়েছে জাভেদ চিকনা, জাহিদ মিয়া শেখ। এনআইএ-র তরফে ইন্টারপোলের কাছে চিকনাকে খুঁজে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সূত্রের দাবি সে এইমুহূর্তে পাকিস্তানে লুকিয়ে রয়েছে।

নভেম্বর ২০১৫-এ দাউদ সহযোগীরা শিরিশ বাঙ্গালি ও প্রগনেশ মিস্ত্রি নামের দুই নেতাকে গুজরাতের বাহরুচে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাজি পটেল, মহম্মদ ইউনুস শেখ, আবদুল সামাদ, আবিদ পটেল, এমডি আলতফ, মোহসিন খান ও নিসার আহমেদকে গ্রেফতার করা হয়। এরমধ্যে হাজি পটেল, জাভেদ চিকনার ভাই। দুই নেতাকে খুনের জন্যে ৫০ লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এনআইএ তদন্তে জানা গিয়েছে, জাহিদ-মিয়া তরুণ প্রজন্মের ছেলেদের অনেক টাকা দিয়ে ডি কোম্পিনার হয়ে কাজ করার জন্যে আকৃষ্টও করত।