নয়াদিল্লি: ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছে। তাকে সেদেশে আশ্রয় দেওয়া হয়েছে। দাউদকে ভারতে ফেরানোর জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু পাকিস্তান প্রতি পদে বাধা দিচ্ছে। আজ এমনই দাবি করলেন স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি।
আগামীকাল স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরে যাচ্ছেন মেহঋষি। তার আগে আজ তিনি বলেছেন, পাকিস্তানের আচরণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দাউদের বিষয়ে ভারতের বিরুদ্ধে কাজ করছে পাকিস্তান। তবে ভারত আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। দাউদকে দেশে ফেরানোর জন্য যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা করা হচ্ছে। দাউদের প্রত্যর্পণের প্রক্রিয়া জারি। দাউদকে ভারতে ফেরানো হবে।
১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ২৬০ জনের মৃত্যু হয়। সাতশোরও বেশি মানুষ জখম হন। এই ঘটনার পরেই ভারত ছেড়ে পালিয়ে যায় দাউদ। সে এখন পাকিস্তানে রয়েছে। এ বছরের এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, কোনও সন্দেহ নেই যে দাউদ পাকিস্তানে রয়েছে। গত এক দশকে ভারত এ বিষয়ে পাকিস্তানকে বেশ কয়েকটি ডসিয়ের দিয়েছে। ২০১১ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও বলেছিলেন, দাউদ করাচিতে আছে। ও এদেশে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষকে হত্যার চক্রান্ত করেছিল। ওকে দেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ভারত দীর্ঘদিন ধরে সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি চালু করার পক্ষে সওয়াল করছে। তবে সেটা এখনও হয়নি।
দাউদকে আশ্রয় দিয়েছে পাকিস্তান, দেশে ফেরানোর প্রক্রিয়া জারি, বললেন স্বরাষ্ট্র সচিব
Web Desk, ABP Ananda
Updated at:
30 Aug 2017 07:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -