মুম্বই: ভারতের বড়সড় কূটনৈতিক জয়। দুবাইয়ে গা ঢাকা দেওয়া দাউদ ইব্রাহিমের অত্যন্ত ঘনিষ্ঠ কুখ্যাত গ্যাংস্টার ফারুক টাকলাকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। আজই তাকে টাডা কোর্টে তোলা হবে।
গতকাল সিবিআই ফারুককে গ্রেফতার করলে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন তাকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাকে নিয়ে বিমান মুম্বই ছুঁয়েছে।
১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণের পর অন্যতম অভিযুক্ত ফারুক টাকলা দাউদ ও তার সাঙ্গোপাঙ্গোদের সঙ্গে ভারত ছাড়ে। সে দুবাইতে খুন, তোলাবাজি ও অপহরণের মত আন্তর্জাতিক অপরাধী চক্রের কাজকর্ম সামলাত। তার বিরুদ্ধে ইন্টারপোল ১৯৯৫-এ রেড কর্নার নোটিশ জারি করে।
মনে করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের এই গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই মনে করছেন, ফারুকের গ্রেফতারের পর এবার দাউদ ইব্রাহিমের পালা। ভারত থেকে চম্পট দেওয়ার পর থেকে দাউদ আইএসআইয়ের তত্ত্বাবধানে পাকিস্তানে লুকিয়ে।
বিখ্যাত ফৌজদারি আইনজীবী শ্যাম কেশোয়ানি দাবি করেছেন, দাউদও ভারতে ফিরতে চায় কিন্তু সে এমন কিছু শর্ত দিয়েছে যা ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।
দুবাইয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার দাউদ ঘনিষ্ঠ ফারুক টাকলা, আনা হল মুম্বইতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 09:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -