নয়াদিল্লি: নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ শাগরেদ। তার নাম রবিরাজ সিংহ। সে নেপালে জাল নোট চক্র চালাত বলে জানা গিয়েছে।
মুম্বইয়ে ‘ডি-কোম্পানি’ গড়ে তুলেছিল দাউদ। ‘ভাই’ নামেই অপরাধ জগতে পরিচিত সে। ভারতে সংগঠিত অপরাধ চক্র ‘ডি-কোম্পানি’র মূল মাথা দাউদ। প্রতারণা, অপরাধ, সংগঠিত অপরাধ-চক্র চালানোর জন্য দাউদের নাম এখন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে।  বিশ্বের ১০ মোস্ট ওয়ান্টেডের মধ্যে দাউদ তৃতীয় স্থানে রয়েছে।
১৯৯৩-এ মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের পিছনে মূল চক্রী ছিল  দাউদ ও টাইগার মেমন।
ভারত দীর্ঘদিন ধরেই দাউদকে ধরার চেষ্টা করছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সে পাকিস্তানেই গা-ঢাকা দিয়ে রয়েছে।