মুম্বই: ন্যূনতম দাম ছিল ১ কোটি ৬৯ লাখ টাকা। নিলামে দাউদের বোন হাসিনার ফ্ল্যাটের সর্বোচ্চ দাম উঠল ১ কোটি ৮০ লাখ টাকা। ২৫ লাখ টাকা জমা দিয়ে যিনি মুম্বইয়ের নাগপাড়ায় এই ৬০০ স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালিকানা পেলেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ৬০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখন সরকারের হেফাজতে রয়েছে। পাকিস্তান থেকে চিলের মতো এই সম্পত্তির উপর নজর রেখেছে দাউদ অ্যান্ড কোম্পানি। তাই নিলামের ক্ষেত্রেও যথা সম্ভব গোপনীয়তা বজায় রাখা হয়েছে। সূত্রের খবর এই ফ্ল্যাট কিনতে ৮ জন ক্রেতা উত্সাহ দেখিয়েছে। তারা প্রত্যেকেই বন্ধ খামে অনলাইন নিলামে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, এই নিলামের আয়োজন করেছিল অর্থমন্ত্রক। মূল আয়োজক ছিল স্মাগলিং অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস।
২০১৭ সালে মুম্বইয়ে দাউদের সম্পত্তিও এভাবেই নিলামে তোলা হয়েছিল। সেবার প্রায় সাড়ে এগারো কোটি টাকার উপরে তা বিক্রি করা হয়েছিল। জালিয়াতি সম্পত্তি আইনেই সেই নিলামের আয়োজন করেছিল অর্থমন্ত্রকের অধীনস্ত স্মাগলিং অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস।
দাউদের বোন হাসিনার ফ্ল্যাটের নিলাম, দাম উঠল ১ কোটি ৮০ লাখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2019 05:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -