নয়াদিল্লি: ভারত সরকারের বিচারে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় সবচেয়ে প্রথমে যার নাম রয়েছে, সেই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ।
সূত্রের দাবি, সে এইমুহূর্তে করাচি সেনা হাসপাতালে মৃত্যুশয্যায়। জীবনের শেষপ্রহর গুনছে। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ওষুধে সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এইমুহূর্তে তাকে কৃত্তিম শ্বাসযন্ত্র অর্থাৎ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়া শুরু করে সম্প্রতি তার মস্তিষ্কে টিউমারের একটি অস্ত্রোপচার হওয়ার পর থেকেই। সূত্রের দাবি, শেষবার তাকে প্রকাশ্যে দেখা গেছে গত ১৯ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের বাড়িতে। মিঁয়াদাদের ছেলে জুনেইদের সঙ্গে দাউদের মেয়ে মেহেরুখের ২০০৫ সালে বিয়ে হয়।
তবে অপর এক সূত্র দাবি করেছে, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত দাউদের শারীরিক অবস্থা ভাল নয়, তবে আশঙ্কাজনক নয়।সেই সূত্রের দাবি, দাউদ গ্যাংরিং জনিত অসুখে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিল। এরপর আরও নানা শারীরিক সমস্যায় এখন তিনি জর্জরিত। সেইজন্যে তাকে মাঝেমধ্যেই করাচি সেনা হাসপাতালে চিকিত্সার জন্যে যেতে হয়। যদিও পাকিস্তানের তরফে একাধিকবার দাবি করা হয়েছে দাউদ সে দেশে নেই।
১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত দাউদ। সেই ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ছিল ৭১৭। সেই হামলায় মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মোট ১২টি বিস্ফোরণ হয়েছিল। বিশ্বের সন্ত্রাস হামলার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর হামলা হিসেবে থেকে গেছে ৯৩' সালের মুম্বইয়ের ওই ধারাবাহিক বিস্ফোরণকাণ্ড।
গুরুতর অসুস্থ, মৃত্যুশয্যায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 11:03 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -