নয়াদিল্লি: গত ২৩ বছর ধরে পাকিস্তান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। এবার ভারতের একটি সংবাদ চ্যানেল পাকিস্তানে কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের বাসস্থানের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে। এই দাবির স্বপক্ষে ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। এর পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রক বৃহস্পতিবার বলেছে, ওই ভিডিও ভারতের হাতে থাকা তথ্যপ্রমাণকেই আরও জোরাল করল। ফেরার আন্ডারওয়ার্ল্ড ডনকে হাতে পেতে ভারত পাকিস্তানের সঙ্গে কথা চালিয়ে যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আশা প্রকাশ করেছেন যে, ওই আন্তর্জাতিক জঙ্গিকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান।
স্বরূপ বলেছেন, ভারত পাকিস্তানে দাউদের সম্ভাব্য বাসস্থানগুলি সহ বিভিন্ন তথ্য ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। দাউদ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী। ভারতের আইনে সে পলাতক। তার ব্যাপারে অনেকবারই পাকিস্তানকে বিভিন্ন তথ্য দিয়েছে ভারত।
উল্লেখ্য, ভারতীয় চ্যানেলটি পাকিস্তানে দাউদের থাকার বিষয়ে জলজ্যান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছে। দুই পাখতুন ব্যক্তিকে ব্যবহার করে দাউদের করাচির বাসস্থান চিহ্নিত করা হয়েছে। দাউদের বাংলোর ঠিকানা, ডি-১৩ ব্লক ৪ ক্লিফটন।
দাউদের ব্যাপারে পাকিস্তানকে দেওয়া ভারতের দেওয়া ডসিয়ারে উল্লিখিত ঠিকানার সঙ্গে ওই ঠিকানার মিল রয়েছে।
চ্যানেলটির দাবি, ভারতের ডসিয়ারে দেওয়া পাঁচটি ঠিকানাই তারা খতিয়ে দেখেছে। করাচির অভিজাত ওই এলাকায় যাকেই দাউদের বাড়ির কথা জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই ডি-১৩ ব্লক ৪ ক্লিফটনের বাংলোর কথা জানিয়েছে বলে দাবি চ্যানেলের।
দাউদের প্রাসাদোপম বাংলোর নিরাপত্তারক্ষী এবং করাচির পুলিশ অফিসারদের সঙ্গেও কথা বলেছে ওই চ্যানেলের দল। ক্লিফটনে দাউদের থাকার কথা সবাই স্বীকার করেছে বলে দাবি ওই চ্যানেলের।
পাকিস্তানে দাউদের ঠিকানার হদিশ, ভারতের তথ্যপ্রমাণ আরও জোরাল হল, বলল বিদেশমন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 02:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -