দেশ ছেড়ে পালানোর চেষ্টা, তোলাবাজি মামলায় মুম্বই বিমানবন্দরে গ্রেফতার দাউদের ভাইপো
Web Desk, ABP Ananda | 18 Jul 2019 01:42 PM (IST)
দুদিন আগে দাউদ বাহিনীর সদস্য ফাহিম মাকমাকের ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রাজা ওয়াধারিয়ার একটি তোলাবাজি মামলায় মুম্বই পুলিশের তোলাবাজি দমন শাখার হাতে ধরা পড়ার কথা উল্লেখ করেছেন ওই শাখার এক শীর্ষ অফিসার।
মুম্বই: তোলাবাজি মামলায় দাউদ ইব্রাহিমের ভাইপো রিজওয়ান কাসকরকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। মাফিয়া ডন. ১৯৯৩ এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণের চক্রী দাউদের ভাই ইকবাল কাসকরের ছেলে রিজওয়ান। জনৈক সরকারি অফিসার জানিয়েছেন, রিজওয়ান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। দুদিন আগে দাউদ বাহিনীর সদস্য ফাহিম মাকমাকের ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রাজা ওয়াধারিয়ার একটি তোলাবাজি মামলায় মুম্বই পুলিশের তোলাবাজি দমন শাখার হাতে ধরা পড়ার কথা উল্লেখ করেছেন ওই শাখার এক শীর্ষ অফিসার। তিনি বলেছেন, ওয়াধারিয়াকে জিজ্ঞাসাবাদেই রিজওয়ানের নাম উঠে আসে। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বই বিমানবন্দরে ফাঁদ পেতে রিজওয়ানকে পাকড়াও করা হয়। তার পালানোর পরিকল্পনা ছিল। বিস্তারিত জেরার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওই অফিসার।