দাউদের স্ত্রী গত বছর মুম্বই এসে বাবার সঙ্গে দেখা করে, দাবি কাসকরের
Web Desk, ABP Ananda | 22 Sep 2017 05:52 PM (IST)
মুম্বই: ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের স্ত্রী মেহজাবিন শেখ গত বছর মুম্বই এসে তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। পুলিশ জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দাউদের ভাই ইকবাল কাসকর। এর আগে তিনি বলেছিলেন, দাউদ পাকিস্তানেই আছেন। এবার এবার এই আন্ডারওয়ার্ল্ড ডনের স্ত্রী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন। কাসকরের দাবি, মেহজাবিন ওরফে জুবিনা জারিন গত বছর মুম্বইয়ে এসে কয়েকদিন ছিলেন। বাবা সেলিম কাশ্মীরি ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে চুপিসাড়ে ভারত ছেড়ে চলে যান দাউদের স্ত্রী। তোলাবাজির অভিযোগে দাউদের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। কাসকরকে জেরা করে দাউদের ভাইয়ের বিষয়ে অনেক তথ্য পেয়েছে পুলিশ। করাচিতে দাউদের বাড়ির ঠিকানাও দিয়েছেন কাসকর। তিনি জানিয়েছেন, তাঁদের অপর এক ভাই আনিস ইব্রাহিম এবং দাউদের ঘনিষ্ঠ সঙ্গী ছোটা শাকিল করাচির অভিজাত অঞ্চলে থাকেন। আনিস প্রতিবার ইদের সময় ফোন করে মুম্বইয়ে থাকা আত্মীয়দের সঙ্গে কথা বলেন। দাউদের শারীরিক কোনও সমস্যা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ। কাসকরের বিরুদ্ধে ২০১৩ সালে দাউদের নাম করে মহারাষ্ট্রের ঠানেতে এক বাড়ি নির্মাতার কাছ থেকে ৩০ লক্ষ টাকা ও চারটি ফ্ল্যাট চাওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেরায় কাসকর যেসব তথ্য দিচ্ছেন, সেগুলি খতিয়ে দেখছেন ঠানের ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা।