নয়াদিল্লি: পাঁচ বিধায়ক দল ছাড়ার পরের দিনই ডি ডি লাপাঙ্গকে সরিয়ে মেঘালয়ে কংগ্রেসের নতুন প্রধান হিসেবে সেলেস্টিন লিংডোকে নিয়োগ করলেন রাহুল গাঁধী। লাপাঙ্গ এখন থেকে মেঘালয়ে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে ভিনসেন্ট এইচ পালাকে।

গতকালই কংগ্রেসের পাঁচজন সহ মেঘালয়ের মোট আটজন বিধায়ক পদত্যাগ করেছেন। তাঁরা এনডিএ-র শরিক দল ন্যাশনাল পিপল’স পার্টিতে যোগ দিয়েছেন। পাঁচ বিধায়ক দল ছাড়ায় ৬০ আসনের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হয়েছে ২৪। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে দল যাতে ঘুরে দাঁড়ায় সেটা নিশ্চিত করার জন্য রাহুল ১৩ সদস্যের প্রদেশ নির্বাচন কমিটি গঠন করেছেন। এই কমিটির প্রধান লিংডো। মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও এই কমিটিতে আছেন।

মেঘালয়ের পাশাপাশি নাগাল্যান্ডেরও প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি, প্রচার কমিটি এবং মিডিয়া কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী।