বারাণসী: এমএ পলিটিক্যাল সায়েন্সের পেপারে প্রশ্ন এসেছিল, কৌটিল্যর অর্থশাস্ত্রে জিএসটির মত কিছু আছে কিনা। আর ঠিক তার পরের দিনই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছে তিন তালাক ও হালালা নিয়ে।
দেখুন প্রশ্নগুলি
[embed]https://twitter.com/ANINewsUP/status/939556237506523136[/embed]
ছাত্রছাত্রীদের একটা অংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয় এ সব প্রশ্নের মাধ্যমে তাঁদের ওপর নির্দিষ্ট একটি মতাদর্শ চাপিয়ে দিতে চাইছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক চুল সরে আসেনি তাদের অবস্থান থেকে। তাদের বক্তব্য, ইতিহাস এতদিন বিকৃত করা হয়েছে। এবার ছাত্রছাত্রীদের আসল ইতিহাস শেখানোর সময়।
বিএইচইউ কর্তৃপক্ষের আরও বক্তব্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বাল্য বিবাহ ও সতী প্রথা নিয়ে প্রশ্ন আসে। ইসলামেরও বহু অপূর্ণতা আছে, যেগুলির কথা বলা উচিত। যখন ইসলামের ইতিহাস পড়ানো হচ্ছে, তখন এগুলিও শেখাতে হবে। সঞ্জয় লীলা বনশালী ছাত্রছাত্রীদের ইতিহাস শিক্ষক হতে পারেন না।
এর আগে বিএইচইউ-এর পলিটিক্যাল সায়েন্সের পেপারে ১৫ নম্বরের একটি প্রশ্ন ছিল। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতে সামাজিক ও অর্থনৈতিক ভাবনা সংক্রান্ত পেপারে কৌটিল্যর অর্থশাস্ত্রে জিএসটির চরিত্র নিয়ে আলোচনা করতে বলা হয় অথবা বলা হয় বিশ্বায়নের প্রথম ভারতীয় চিন্তক হিসেবে মনুর কথা আলোচনা করতে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিকতম বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতে এ ধরনের নতুন পন্থা অবলম্বন করেছে তারা।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন হালালা, তিন তালাক নিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2017 09:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -