নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কের মধ্যে আলিঙ্গন করে হইচই ফেলে দেওয়ার পরদিন  রাহুল গাঁধীর ট্যুইট, প্রেম-ভালবাসা জাগিয়ে, মানুষের প্রতি ভালবাসা দিয়েই দেশ গঠন সম্ভব।

কংগ্রেস সভাপতি বলেছেন, গতকালের সংসদে বিতর্কের মূল বিষয় ছিল প্রধানমন্ত্রী আমাদের মধ্যেই কিছু মানুষের মনের ভিতরের ক্রোধ, ঘৃণা, আতঙ্ককে কাজে লাগাচ্ছেন তাঁর নিজের ভাষ্য দাঁড় করাতে, আর আমরা প্রমাণ করতে চাই, একমাত্র সব ভারতীয়ের মনে ভালবাসা, সমবেদনা, সহানুভূতি ছড়িয়েই দেশ গড়া যায়।




গতকাল নোটবন্দি, কর্মহীনতা, রাফালে ডিল, অর্থনীতির বেহাল দশা, গণরোষ, গণপিটুনি, দলিত ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগের মতো একাধিক ইস্যুতে মোদী, শাসক জোটকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলেন, ওরা নানা ভাবে মানুষের ওপর 'জু্মলা' চালিয়েছে। ভাষণ শেষেই সোজা হেঁটে প্রধানমন্ত্রীর সামনে হাজির হয়ে আচমকা তাঁকে জড়িয়ে ধরেন তিনি।  প্রধানমন্ত্রী প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে রাহুলকে পিছন থেকে ডেকে তাঁর  পিঠ চাপড়ে দেন। রাহুলকে কানে কানে কিছু বলতেও দেখা যায় তাঁকে, যদিও তা শোনা যায়নি। জবাবী ভাষণে রাহুলকে কটাক্ষ করেন তিনি।