পানাজি: প্যানক্রিয়াসের চিকিত্সার পর আমেরিকা থেকে দেশে ফেরার পর দিনই কাজ শুরু করলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। গত তিনমাস তিনি আমেরিকায় চিকিত্সার জন্য ছিলেন।

উত্তর গোয়ার খান্ডোলা গ্রামে দেবকী কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে আজকের দিন শুরু করেন পর্রীকর। মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) সূত্রে এ খবর জানা গেছে। দেবকী কৃষ্ণ পর্রীকরের কূল দেবতা।
এরপর মুখ্যমন্ত্রী পানাজিতে ফিরে এসে মহালক্ষ্মী মন্দিরে যান। পরে রাজ্য সচিবালয়ে নিজের দফতরে পৌঁছন তিনি। সেখানে শুরু হয় কাজের ব্যস্ততা। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির হালহকিকত জানতে তিনি রাজ্যের পদস্থ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এরইমধ্যে একটি আধ মিনিটের ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে পর্রীকর বলেছেন, রাজ্যের কল্যাণ ও উন্নয়ণমূলক কাজে তিনি সর্বদাই রয়েছেন এবং মানুষের সেবার কাজ তিনি চালিয়ে যাবেন।
পর্রীকর বলেছেন, আমার আরোগ্য কামনায় প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি গোয়ায় ফিরে কাজ শুরু করেছি।