বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুলের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2017 08:44 AM (IST)
নয়াদিল্লি: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই মুকুল রায়ের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল কেন্দ্র। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩-৪ জন সশস্ত্র সিআরপিএফ কম্যান্ডো। এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মুকুল রায়ের উপর হামলার আশঙ্কা রয়েছে। সে জন্য তাঁকে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইউপিএ জমানার প্রাক্তন রেলমন্ত্রীকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে সিআরপিএফ-কে। কয়েকদিনের মধ্যেই সিআরপিএফ কম্যান্ডোরা মুকুলের প্রহরার দায়িত্ব গ্রহণ করবেন।