নয়াদিল্লি: মায়াবতীর সম্পর্কে অশ্লীল মন্তব্য করায়, অবশেষে শনিবার দুঃখপ্রকাশ করলেন বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহ। বহুজন সমাজবাদী পার্টির প্রধানকে অশ্লীল ভাষায় আক্রমণ করে দিন কয়েক আগে দয়াশঙ্কর বলেন, বিএসপি নেত্রী টাকার বিনিময়ে নির্বাচনী টিকিট দেন। এরপরই সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।
অবশেষে শনিবার বহিষ্কৃত নেতা বলেন, এভাবে মায়াবতীকে আক্রমণ করা তাঁর ভুল হয়েছিল। তিনি এক সাক্ষাত্কারে বলেছিলেন, যে যত বেশি টাকা দেবে, বিএসপি নেত্রী তাঁকেই টিকিট দেবেন। তিনি কাঁসিরামে স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছেন। তবে বহিষ্কৃত নেতার দাবি, তিনি এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই দুঃখপ্রকাশ করেছিলেন, আবারও করলেন।
দয়াশঙ্করের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগে হজরতগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মেওয়া লাল গৌতম। তাঁর দাবি, বহিষ্কৃত নেতা এধরনের কথা বলে, এক দলিত মহিলাকে অপমান করলেন। এরফলে সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে।
এদিকে বিএসপি নেত্রী এবং তাঁর দলের বিরুদ্ধে থানায় পাল্টা এফআইআরও দায়ের করেছেন দয়াশঙ্করের মা, স্ত্রী এবং নেতার মেয়ে।
মায়াবতী প্রসঙ্গে অশ্লীল মন্তব্য করায় দুঃখপ্রকাশ বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2016 04:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -