লখনউ: বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগে বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহকে এখনও খুঁজছে পুলিশ। গতকাল রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এদিকে, এই ঘটনায় মায়াবতী এবং বিএসপি সমর্থকদের বিরুদ্ধে থানায় পাল্টা এফআইআর দায়েরের হুমকি দিয়েছে দয়াশঙ্করের পরিবার।

এসপি মনোজ কুমার ঝা জানিয়েছেন, বহিষ্কৃত বিজেপি নেতার বাড়িতে তল্লাশি চালিয়েও, তিনি কোথায় আছেন, সেই সম্পর্কিত কোনও তথ্য পুলিশ এখনও পায়নি। যদিও পুলিশের কাছে খবর ছিল, লখনউয়ে আদালতে আত্মসমর্পণ করতে পারেন দয়াশঙ্কর। দয়াশঙ্করকে না পেয়ে এসপি তাঁর ভাই ধর্মেন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই জানা যায়, গত ২১ জুলাই তিনি গোরক্ষপুর চলে গিয়েছেন। তারপর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ নেই পরিবারের। ২০ জুলাই থেকেই দয়াশঙ্করের মোবাইল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, মায়াবতীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেছেন এই বহিষ্কৃত বিজেপি নেতা। তিনি বলেছিলেন মায়াবতী যৌন কর্মীর চেয়েও অধম।  কাঁসি রামের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছেন। এর প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করে বিএসপি সমর্থকরা।

এদিকে বিএসপি সমর্থকদের প্রতিবাদের সামনে বহিষ্কৃত নেতার পরিবার পাল্টা এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিয়েছে। দয়াশঙ্করের স্ত্রীর দাবি, অকারণে তাঁর পরিবারকে এই ঝামেলায় টেনে আনা হচ্ছে। দয়াশঙ্কর রাজনীতি করেন, তাঁর পরিবারের লোকেরা নয়, দাবি স্বাতীর।