গাঁধীনগর: গুজরাতে বিজেপি  ১০০ সংখ্যায় পৌঁছল। গুজরাতে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু এবার বিজেপির আসন সংখ্যা কমে দুই সংখ্যায় পৌঁছেছে।
১৮২ সদস্যের বিধানসভায় ৯৯ আসন পেয়েছে বিজেপি। কিন্তু এবার এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ১০০ বিধায়কের সমর্থন পাচ্ছে তারা। মধ্য গুজরাত থেকে নির্বাচিত নির্দল বিধায়ক রতনসিন রাঠোড় বিজেপিকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।
কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন রাঠোড়।


গুজরাতে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ৯২। এক্ষেত্রে ১০০ আসন মানে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এবার বিজেপি ৯৯ আসনে জয়ী হয়েছিল।
গত ২৫ বছরে এই প্রথম বিজেপি গুজরাতে ১০০ কম আসন পেয়েছে।
কংগ্রেস এবার ৭৭ আসন পেয়েছে। সেই সঙ্গে তিন নির্দল বিধায়ক রয়েছেন। সবমিলিয়ে সংখ্যা ৮০।
গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ১১৬ এবং কংগ্রেস ৬০ টি আসন পেয়েছিল।