নয়াদিল্লি: নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল করদাতাকে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে বলে জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই।
এদিন সংস্থার সিইও অজয়ভূষণ পাণ্ডে জানান, গতকাল গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আধারের প্রয়োজনীয়তা নিয়ে কোনও উল্লেখ নেই। ফলত, আধার কার্ডের ব্যবহার ও আবশ্যিকতা আগের মতোই বহাল থাকবে।
প্রসঙ্গত, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করেছে কেন্দ্র। পাশাপাশি, বিভিন্ন ধরনের সরকারি ভর্তুকির ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধে পেতে আধার কার্ডকে বাধ্যকতামূলক করেছে কেন্দ্র। অজয়ভূষণ জানিয়ে দেন, আপাতত সরকারি নির্দেশই বহাল রইল।
প্যান ও আধার সংযুক্তিকরণ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সংযুক্তিকরণের বিষয়টি আয়কর আইনে সংশোধনী এনে কার্যকর করা হয়েছে। ফলে, তাতে কোনও পরিবর্তন হচ্ছে না। নতুন আইন অনুযায়ী তা বলবৎ থাকবে।