রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত অতিমারির কারণে নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে করদাতারা যে প্রতিবন্ধতকার সম্মুখীন হচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আয়কর বিভাগ জানিয়েছে।
আয়কর বিভাগ, একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে রিটার্ন দাখিলের পরামর্শ দিয়েছে, যাতে কোনওরকম সমস্যা এড়ানো সম্ভব হয়।
প্রথমে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ছিল ৩১ জুলাই। তা বাড়িয়ে ৩০ নভেম্বর এবং পরে আরও এক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। এই নিয়ে এবার তিন দফায় আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হল।