নয়াদিল্লি: সরকারি যোজনা সমেত নানা পরিষেবার সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে আগামী বছর ৩১ মার্চ করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আজ সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছেন। তবে বেণুগোপাল জানিয়েছেন, যাঁরা এখনও আধার কার্ড করাননি, শুধু তাঁরাই এই সুবিধে পাবেন। আধারের সঙ্গে মোবাইল নম্বর জোড়া নিয়ে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির মধ্যেই ওই কাজ সম্পূর্ণ করতে হবে। যদি আগামী বছর ৬ ফেব্রুয়ারির মধ্যে কেউ নিজের নম্বর আধারের সঙ্গে সংযুক্ত না করে থাকেন, তবে তাঁর মোবাইল নম্বর অচল হয়ে যাবে। একইসঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও প্যান নম্বর আধারের সঙ্গে সংযুক্ত না করলে সমস্যা হতে পারে। প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের শেষ তারিখ এ বছর ৩১ ডিসেম্বর। আগে শেষ তারিখ ছিল ৩১ অগাস্ট, তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ড বা শেয়ারের সঙ্গে আধার সংযুক্তিকরণের শেষ তারিখও ৩১ ডিসেম্বর। বিমা পলিসি ও পোস্ট অফিস স্কিমের ক্ষেত্রেও সংযুক্তিকরণের শেষ তারিখ এ মাসের ৩১ তারিখ। এলপিজি, পেনশনের মত ক্ষেত্রে আধার সংযুক্তিকরের শেষ তারিখ ৩১ মার্চ। বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে করা আবেদনগুলির ওপর সামনের সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হবে।