এতদিন মোদী সরকার অপহৃতদের পরিবারগুলিকে 'মিথ্যা আশা' দিয়ে রেখেছিল বলে অভিযোগ করে কংগ্রেস নেতা শশী তারুর ক্ষোভ জানান, সরকারকে নিশানা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংহও।
সাংসদ তারুর বলেন, প্রতিটি ভারতীয়র কাছে এটা খুবই দুঃখের। কিন্তু আমি জানতে চাইব, খবরটা দিতে এত দেরি কেন করল সরকার। কী করে এবং কবে ওঁরা মারা গেলেন, সব সরকারের জানানো উচিত। যেভাবে সরকার ওঁদের পরিবারকে আশার আলো দেখিয়েছিল, তাও ঠিক হয়নি।
অমরিন্দর নিহত ভারতীয়দের পরিবারগুলির প্রতি সমবেদনা, শোক জানিয়ে বলেন, ওঁদের মারা যাওয়ার খবরটা 'অনেক আগে থেকেই সরকার জানত'। আমাদের এমন আশঙ্কা আগেই হয়েছিল। আরও আগেই এটা জানিয়ে দেওয়া উচিত ছিল।
অপহৃতদের অধিকাংশই ঘটনাচক্রে পঞ্জাবের, মসুলের আশপাশে নানা প্রকল্পে কাজ করছিলেন।
অমরিন্দর বলেন, সুষমা স্বরাজের মুখ থেকে ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয়ই নিহত, হৃদয়বিদারক খবর শুনে মন ভেঙে গিয়েছে। ওদের পরিবারগুলিকে আমার সমবেদনা। ২০১৪ সালে আইসিসের হাতে ওদের অপহরণের খবর জানার পর থেকেই আশা, উত্কন্ঠায় দিন কেটেছে পরিবারগুলির।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ইরাকে নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছে কংগ্রেস। ওদের এই চরম দুঃসময়ে পরিবারগুলির পাশে রয়েছি আমরা। কেন্দ্র ও রাজ্য সরকারকে ওদের আর্থিক সহায়তা দিতে হবে, সরকারি চাকরির ব্যবস্থাও করতে হবে।