নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর পাল্টা বিরোধীদের প্রতিনিধি গোপালকৃষ্ণ গাঁধী মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী, রাহুল গাঁধীর উপস্থিতিতে মনোনয়ন পেশ করলেন। মহাত্মা গাঁধীর পৌত্র মনোনয়ন জমা দিয়ে বলেন, এখন দেশ বিভেদ, বিভাজনের সামনে। দেশ ভাঙার লক্ষ্যে এক বড় শক্তি সক্রিয়, যা বিপদ ডেকে আনছে।
তিনি মু্ম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে পিটিশন দিয়েছিলেন, তাই কেন তাঁকে উপরাষ্ট্রপতি পদে বাছাই করা হয়েছে, এহেন প্রশ্ন উঠছে শাসক শিবিরের তরফে। এজন্য প্রকাশ্যে তাঁরও তীব্র সমালোচনা করেছে শিবসেনা।
সে প্রসঙ্গে গোপালকৃষ্ণের বক্তব্য, ওরা মন দিয়ে ওদের কাজ করছে। ওরা যা বলেছে, সেটা ওদের মত। আমি মনে করি, মৃত্যুদণ্ড মধ্যযুগীয় ব্যাপার। ফাঁসির সাজা ভুল। এটাই আমার নীতি। পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের হয়েও তিনি একই ধরনের পিটিশন দিয়েছেন বলে জানান তিনি।
বলেন, দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে নিজের নীতি বাস্তবায়িত করা আমার কর্তব্য। আমি এতে বিশ্বাস করি। দুটি মানুষ, মহাত্মা গাঁধীও বাবাসাহেব অম্বেডকরের আদর্শে আমি অনুপ্রাণিত। দুজনেই মৃত্যুদণ্ডের বিরোধী ছিলেন, বলেছিলেন, প্রথাটা তুলে দেওয়াই উচিত, সঠিক কাজ।
তিনি কোনও রাজনৈতিক দল নয়, দেশের আমজনতার প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়ে গোপালকৃষ্ণ বলেন, সাধারণ মানুষ ও রাজনীতির মধ্যে যে দূরত্ব গড়ে উঠেছে, তিনি তা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাজনীতির ওপর মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠেছে, তাদের আস্থাভঙ্গ হয়েছে। আমি রাজনীতির ওপর মানুষের ভরসা ফেরানোর চেষ্টা করব।
মৃত্যুদণ্ড মধ্যযুগীয় প্রথা, মনোনয়ন জমা দিয়ে শিবসেনার সমালোচনা খারিজ গোপালকৃষ্ণের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2017 06:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -