নয়াদিল্লি: কুয়েতের জেলে বন্দি ১৫ জন ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও, আমির সেই সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি আরও জানিয়েছেন, জেলবন্দি ১১৯ জন ভারতীয়র সাজা কমানোর নির্দেশও দিয়েছেন কুয়েতের আমির। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সুষমা।
ট্যুইট করে বিদেশমন্ত্রী জানিয়েছেন, কুয়েতের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা জেলবন্দি ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভারতীয়রা যাতে জেল থেকে মুক্তি পান, তার জন্য সবরকম সাহায্য করা হচ্ছে। তবে কুয়েতে জেলবন্দি ভারতীয়দের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আছে, সেটা জানা যায়নি।