জৌনপুর (উত্তরপ্রদেশ): হরকত-উল-জেহাদি-ইসলামি (হুজি) সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে, উবেদ-উর-রহমান ওরফে বাবু নামে এমন এক বাংলাদেশি নাগরিককে ২০০৫ সালের শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুদণ্ড দিল এখানকার আদালত। ২০০৫ এর ২৮ জুলাই উত্তরপ্রদেশের জৌনপুর রেল স্টেশনের কাছে ঘটা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।জখম হয়েছিলেন বহু মানুষ। সেদিন শ্রমজীবী এক্সপ্রেসের একটি কামরা চুরমার হয়ে গিয়েছিল বিস্ফোরণে।
এই নিয়ে এই বিস্ফোরণ মামলায় দুজনকে ফাঁসির সাজা শোনাল আদালত।বাবুর আগে একই সাজা পেয়েছে আরেক বাংলাদেশি, হুজি সন্ত্রাসবাদী আলমগীর ওরফে রনি।তার ৭ লক্ষ টাকা জরিমানাও হয়েছিল।
বাবুকে গতকালই দোষী ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক বুদ্ধিরাম যাদব। আজ তার মৃত্যুদণ্ড ছাড়াও তার ১০ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়।
সেই বিস্ফোরণে দোষী ঘোষণা করা হয়েছে আরও দুই বাংলাদেশিকে। একজন হল নাফিকুল বিশ্বাস, আরেকজন সোহাগ ওরফে হিলাল। এরা অন্য একটি মামলায় হায়দরাবাদ জেলে রয়েছে। মামলার বিচার চলাকালেই মারা গিয়েছে গুলাম রাজদানি ওরফে ইয়াহিয়া ও সঈদ নামে দুই অভিযুক্ত।
সামরিক বাহিনীর ব্যবহারের জন্য তৈরি আরডিএক্স দিয়ে বানানো বোমা ওই ট্রেনের শৌচাগারে রেখে দিয়েছিল সন্ত্রাসবাদীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সেদিন একটি সাদা স্যুটকেস নিয়ে জৌনপুর স্টেশনে ওই ট্রেনে ওঠে দুজন। কিছুক্ষণ বাদেই স্যুটকেশটি ফেলে রেখে ট্রেন থেকে লাফিয়ে উধাও হয়ে যায় তারা। কয়েক মিনিট বাদে বিস্ফোরণে কেঁপে ওঠে ট্রেন।
২০০৫-এর শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণ মামলায় বাংলাদেশির মৃত্যুদণ্ড
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2016 11:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -