নয়াদিল্লি: কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে খুনের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-কে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিষি এসপিজি ও আইবি-কে রাহুলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়ণস্বামী অভিযোগ করেন তাঁকে একটি চিঠি দিয়ে রাহুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরেই তদন্ত এবং রাহুলের নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়ে আনন্দ শর্মা ও আহমেদ পটেলের নেতৃত্বে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর দেখা করে রাহুলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়া এবং উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দেন।

পুদুচেরিতে আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার রাহুল সেখানে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যাবেন বলে ঠিক আছে। সেখানেই তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি নারায়ণস্বামীর। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার তাঁর পুদুচেরির বাড়িতে তামিল ভাষায় লেখা একটি নামহীন চিঠি আসে। সেই চিঠিতে পুদুচেরিতে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করে রাহুলের সভায় বিস্ফোরণ ঘটানোর হুমিক দেওয়া হয়েছে।

১৯৯১ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় তামিলনাড়ুতে এলটিটিই-র আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী নিহত হন। এরপর থেকেই দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোকেদের নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপকে নিযুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও রাহুলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কংগ্রেস নেতৃত্ব। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।