তরুণ জঙ্গি বুরহানের মৃত্যুতে তপ্ত কাশ্মীর, হত বেড়ে ১৬, আহত ২০০
Web Desk, ABP Ananda | 10 Jul 2016 07:20 AM (IST)
শ্রীনগর: হিজবুল মুজাহিদিনের তরুণ জঙ্গি, সন্ত্রাসবাদে কাশ্মীরের 'পোস্টার বয়' বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। দফায় দফায় চলে জনতা-পুলিশ সংঘর্ষ। আজ সকালে এই সংঘর্ষে ফের এক তরুণের মৃত্যু হয়। আজকের ঘটনার পর অশান্ত কাশ্মীরে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬, আহত ২০০-রও বেশী। আজ সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয় ১৮ বছরের এক তরুণ। সঙ্গে সঙ্গেই ইরফান আহমেদ মালিক নামের ওই তরুণকে হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। শুক্রবার রাতে বুরহানের মৃত্যুর পরই কাশ্মীরের বিভিন্ন জায়গায় শনিবার থেকেই চলছে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি। গতকাল তিনটি পুলিশের কার্যালয় সহ ৫টি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভরত জনতা। এই ঘটনার প্রভাব সবচেয়ে বেশী পড়েছে পুলওয়ামা, অনন্তনাগ এবং কুলগাম জেলায়। অশান্তির আশঙ্কায় শ্রীনগর সহ উপত্যকার সর্বত্র কার্ফুর সময়কার বিধি নিষেধ জারি করে রেখেছে প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। হরতালের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও গৃহবন্দি করে রাখা হয়েছে। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করেই শনিাবর রাস্তায় নামে জনতা। কুলগামের নিলো-বুগাম এলাকায় বিজেপি কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভরত জনতা।