আহমেদনগর: দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। মর্মান্তিক এই ঘটনাটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার। পুলিশ সূত্রে খবর, ওই কৃষকের নাম বিনোদ হরিভাউ পোতে। তিনি জামখেড় তহসিলের ধোতরি গ্রামের বাসিন্দা। একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এই কৃষক। বিনোদের আত্মীয়রা জানিয়েছেন, তিনি সুদখোর মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সেটা শোধ দিতে পারছিলেন না। এই কারণে তিনি বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন। এই চাপের কাছে নতিস্বীকার করেই আত্মহত্যা করেছেন। স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর নবনাথ নায়েক বলেছেন, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে।