নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য ভি কে সিংহের। এক পদ, এক পেনশন ইস্যুতে আত্মহত্যার পথ বেছে নেওয়া প্রাক্তন সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের মানসিক অবস্থা নিয়ে গতকাল প্রশ্ন তোলার পর আজ তাঁকে সরাসরি 'কংগ্রেস কর্মী' বলে দেগে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এক পদ, এক পেনশন নিয়ে রাম কিষাণের চরম পদক্ষেপ ঘিরে প্রবল শোরগোল চলছে। রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে সরকারের তরফে বিষয়টিকে লঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। তার মধ্যেই গতকাল বিদেশ প্রতিমন্ত্রী বলেন, উনি আত্মহত্যা করেছেন। কেউ জানে না কী কারণে। বলা হচ্ছে, এক পদ, এক পেনশন (ওআরওপি) ইস্যুতে। কিন্তু তাঁর মানসিক অবস্থা ঠিক কেমন ছিল, তা আমাদের জানা নেই। সবার আগে সেটা খতিয়ে দেখা প্রয়োজন। ওআরওপি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। কেন্দ্র আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ করেছে বলে দাবি করেন তিনি।
গতকালের মন্তব্যের জেরে প্রবল বিতর্ক হয়। তার রেশ কাটতে না কাটতেই আজ ফের মুখ খোলেন তিনি। প্রাক্তন সেনাকর্মীরা এক পদ, এক পেনশন নীতি চালুর দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন, আত্মঘাতী রাম কিষেণ তার পুরোভাগে ছিলেন, সে কথাও উড়িয়ে দেন ভি কে। দাবি করেন, যন্তর মন্তরে ধরনায় বসা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষাকর্মীরাই জানাচ্ছেন, গতকালই তাঁরা প্রথম দেখেন তাঁকে। সেইসঙ্গে তিনি বলেন, গ্রেওয়াল কংগ্রেস করতেন। কংগ্রেসের টিকিটে সরপঞ্চ হয়েছিলেন। তবে যা-ই হোক, আমাদের সেনাবাহিনীর জওয়ান ছিলেন। ওঁর মৃত্যুতে আমি দুঃখিত।
নানা মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে ভি কে-র মন্তব্যের নিন্দা করে।
আত্মঘাতী সেনাকর্মী কংগ্রেস কর্মী! ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2016 05:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -