নয়াদিল্লি: পানামা পেপার্স ফাঁসকাণ্ডের জের। 'অতুল্য ভারত'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন না অমিতাভ বচ্চন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুধুমাত্র প্রিয়ঙ্কা চোপড়াকেই দেখা যাবে বলে সূত্রের খবর। 'অতুল্য ভারত'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বলিউডের এই দুই তারকাকে মনোনীত করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, চূড়ান্ত তালিকায় অমিতাভের নাম নেই। সম্প্রতি বিদেশি সংস্থার মাধ্যমে কর ফাঁকি দেওয়ার ঘটনায় নাম জড়ায় বিগ-বি-র। সেকারণেই 'অতুল্য ভারত'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নাম বাদ পড়েছে বলে জল্পনা। যদিও কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অমিতাভ।