নয়াদিল্লি: করোনা লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। স্কুল-কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। কবে বদলাবে পরিস্থিতি? কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিরবে স্বাভাবিক ছন্দে?


কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানালেন, ১৪ এপ্রিল এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিনই লকডাউনের শেষ দিন। পোখরিয়াল রবিবার বলেছেন, ‘সরকারের কাছে পড়ুয়া ও শিক্ষকদের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি জানিয়েছেন, ১৪ এপ্রিল পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাশাপাশি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী এ-ও জানিয়েছেন যে, ১৪ এপ্রিলের পর আরও কিছুদিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকলে পড়াশোনার যাতে কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা হবে। পোখরিয়াল বলেছেন, ‘লকডাউন তুলে নেওয়ার পর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা ও মূল্যায়ণ নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা তৈরিই আছে।’