চণ্ডীগড় ও নয়াদিল্লি: সব প্রতীক্ষার শেষ। আগামীকালই মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপের ছবি ‘উড়তা পঞ্জাব’।
ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্ট ও পঞ্জাব হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ দিতে রাজি হয়নি কোনও আদালতই। ফলে, সব জল্পনার অবসান। তবে, এরমধ্যেই বড় স্ক্রিনে মুক্তির আগে অনলাইনে গোটা ছবি লিক হওয়া নিয়ে ‘উড়তা পঞ্জাব’ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন শুনানিতে বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ এনজিও-র আবেদন খারিজ করে দেয়। আবেদনকারীদের পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নতুন মামলা দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, এদিনই ছবির মুক্তি ঠেকাতে পেশ করা দুটি পৃথক আবেদন খারিজ করে দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সেখানে বিচারপতি এম জয়াপালের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ দুটি আবেদনই খারিজ করে দেয়। উচ্চ আদালত জানিয়ে দেয়, যে সব রিপোর্ট জমা পড়েছে, তার ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে ছবিটি আগামীকালই মুক্তি পাবে।
প্রসঙ্গত, আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছিল যে, ছবিতে মাদকসেবনকে প্রকারান্তরে সমর্থন করা হয়েছে। আদালতের নির্দেশে অ্যামিকাস ক্যুরি হিসেবে এই ছবিটি দেখেন আইনজীবী সুজয় কাঁটাওয়ালা। তিনি তাঁর রিপোর্ট স্পষ্ট জানান, এমন কোনও কিছুই দেখানো হয়নি যাতে করে মাদকসেবনকে মহান করে কখনই দেখানো হয়নি। এই রিপোর্ট এদিন পড়ে শোনানো হয় কক্ষে।
কালই মুক্তি পাচ্ছে ‘উড়তা পঞ্জাব’, স্থগিতাদেশের সব আবেদন খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2016 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -