নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার চল্লিশ বছর বয়সি এক ব্যক্তির পচাগলা ঝুলন্ত দেহ। গতকাল দেহটি উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় চত্বরের জঙ্গল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দেহটি। মৃত ব্যক্তির নাম রাম প্রবেশ সিংহ।


পুলিশের দাবি, ওই ব্যক্তির প্রায় ছ-সাতদিন আগে মৃত্যু হয়েছে। আচমকাই ওই এলাকায় নজরদারি চালাতে গিয়ে নিরাপত্তাকর্মীর নজরে আসে দেহটি। ওই চত্বর থেকে বীভত্স গন্ধ আসায় সন্দেহ জাগে নিরাপত্তাকর্মীর মনে। তারপরই ঝোপের মধ্যে দেহটি দেখতে পান ওই কর্মী। জানা গিয়েছে, মৃত ব্যক্তি নজফগড়ের বাসিন্দা।

পুলিশ ওই ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও নগদ ৯০ টাকা উদ্ধার করেছে। যদিও যেভাবে দেহটিতে পচন ধরেছে তাতে পুলিশের দাবি, দেহটি পরিচয়পত্রে থাকা ওই ব্যক্তির কিনা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশের সন্দেহ, তাদের বিভ্রান্ত করতেও কেউ এই কাজটি করে থাকতে পারে। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।