ফরুকাবাদ (উত্তরপ্রদেশ): রেশন কার্ডের মালিক দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ! শুনতে অবাক লাগলেও এটা সত্যি।। ফরুকাবাদের কায়ামগঞ্জ তহসিলের সাহাবগঞ্জের এক ন্যায্য মূল্যের দোকানে উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে এই বলিউড তারকা অভিনেত্রীদের। তাঁদের রেশন কার্ডে নিয়মিত ভরতুকি দামে খাদ্যশস্যও তোলা হচ্ছে।
গ্রামবাসীরা ওই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ জানানোর পর তদন্তের নির্দেশ দেওয়া হয়। তখনই বিষয়টি সামনে আসে। জানা যায় যে, যাঁরা সমাজের একেবারে উপরতলার বাসিন্দা, তাঁদের নামে রেশন কার্ড বানিয়ে স্বল্পমূল্যের খাদ্যসামগ্রী তোলা হচ্ছে। রেজিস্ট্রেশন ফর্মে একাধিক অভিনেত্রী ও তাঁদের ‘স্বামীদের’ নাম বেরিয়ে আসে।তালিকা অনুসারে জ্যাকলিনের ‘স্বামী’ হলেন সাধু লাল, দীপিকার রাকেশ চাঁদ। রানি মুখার্জির স্বামী হিসাবে নাম রয়েছে জনৈক রাম স্বরূপের। সোনাক্ষীর বিয়ে হয়েছে জনৈক রমেশ চাঁদের সঙ্গে!
দীপিকাকে জেনারেল ক্যাটেগরিতে রাখা হয়েছে। বাকিদের অন্য পশ্চাত্পদ সম্প্রদায়ভুক্ত হিসাবে দেখানো হয়েছে। কী করে বলিউড অভিনেত্রীদের নামে রেশন কার্ড তৈরি হল, সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। দোষীদের চিহ্নিত করে কঠোর সাজা দিতে কায়ামগঞ্জের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশও দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশে রেশন কার্ড দীপিকা, রানি, সোনাক্ষী, জ্যাকলিনের নামে!
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 10:26 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -