ঠানে (মহারাষ্ট্র): ভিওয়ান্ডির আদালত চার্জ গঠন করল রাহুল গাঁধীর বিরুদ্ধে। আরএসএস তাঁর বিরুদ্ধে যে মামলা করেছে, সেই মামলাতেই চার্জ গঠন হল। কঠোর নিরাপত্তার মধ্যে আজ সকালে কংগ্রেস সভাপতি আদালতে হাজির হলে দলীয় কর্মী, সমর্থকরা তাঁর হয়ে মূর্হূমূহু স্লোগান দেন।
রাহুল নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ (মানহানি) ধারায় চার্জ গঠন করে তাঁর বিরুদ্ধে। দায়রা বিচারক এ আই শেখ তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনালে কংগ্রেস সভাপতি বলেন, আমি নিজেকে নিরপরাধ বলছি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ আগস্ট।
২০১৪ সালে রাজেশ কুন্তে নামে এক আরএসএস কর্মী রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। গত ২ মে রাহুলকে তাঁর বক্তব্য রেকর্ড করতে হাজিরা দিতে বলে আদালত।
এক নির্বাচনী ভাষণে রাহুল মহাত্মা গাঁধীর খুনে আরএসএস দায়ী বলে দাবি করছিলেন। সে ব্যাপারেই তাঁর বিরুদ্ধে মামলা করেন কুন্তে।
এদিকে রাহুল চার্জ গঠনের পর তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, পারলে বিজেপি, আরএসএস যত খুশি মামলা করুক আমার বিরুদ্ধে। আমার লড়াই প্রধানমন্ত্রীর নীতির বিরুদ্ধেই। কৃষকরা হতাশায় আক্রান্ত। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনও কথা নেই। এই সরকার শুধুই বড়লোকদের জন্য। আমাদের লড়াইটা আদর্শের। লড়াই করেই জিতব ওদের বিরুদ্ধে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল মোদীর 'মন কি বাত' বেতার অনুষ্ঠান নিয়েও কটাক্ষ করে বলেন, উনি বেকারদের কাজ দেওয়া বা কৃষকদের রক্ষা করার মতো 'কাম কি বাত' করেন না।
রাহুল দুদিনের মহারাষ্ট্র সফরে এসেছেন। বৃহন্মুম্বই পুরসভায় দলের পুরপ্রতিনিধি ও কর্মীদের সভায় বিকালে তাঁর ভাষণ দেওয়ার কথা।
আরএসএসের মানহানি মামলা: চার্জ গঠন ভিওয়ান্ডি আদালতের, যত খুশি মামলা করুক ওরা, চ্যালেঞ্জ রাহুলের, 'কাম কি বাত' করেন না উনি, কটাক্ষ মোদীকে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2018 12:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -