চেন্নাই: অভিনেতা কমল হাসানের বিরুদ্ধে মানহানির মামলা। টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বসে’ একটি বিশেষ সম্প্রদায়কে অবমাননা করার অভিযোগে কমলের বিরুদ্ধে চেন্নাইয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মানহানির ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।
ইসাই ভেল্লালার সম্প্রদায়ের সভাপতি কে আর কুহেশ বলেছেন, ‘নদাস্বরম’ বাদ্য তাঁদের সম্প্রদায়ের কাছে ‘ঈশ্বরতূল্য’। ‘বিগ বসে’র একটি পর্বে অভিনেতা শক্তিকে ওই বাদ্যযন্ত্রটিকে খুবই অভব্যভাবে এক হাত থেকে অন্য হাতে ছুঁড়তে দেখা গিয়েছে। উল্লেখ্য, এই ‘বিগ বস’ অনুষ্ঠানের হোস্ট কমল।
পিটিশনকারী আরও দাবি করেছেন, বাদ্যযন্ত্রটি খাবার টেবিলে রাখা রাখা হয়েছিল এবং বিগ বসে অংশগ্রহণকারীরা ওই টেবিলে খাওয়া-দাওয়া করছিলেন।যা অপমানজনক এবং ইসাই ভেল্লালার সম্প্রদায়ের ভাবাবেগকে আহত করেছে।
এই বিগ বস অনুষ্ঠান গত ২১ জুন থেকে তামিলনাড়ুর একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে।
পিটিশনার আরও দাবি করেছেন, নাদাস্বরম বাদ্যযন্ত্রের অবমাননা ইসাই ভেল্লালার সম্প্রদায়ের ভাবাবেগ আহত করবে তা জানতেন কমল, বিজয় টিভি, অভিনেতা শক্তি, বিগ বসের প্রযোজনা সংস্থা। এরপরও কমল ক্ষমাপ্রার্থনা করেননি।
কমল হাসানের বিরুদ্ধে মানহানির মামলা
ABP Ananda, web desk
Updated at:
21 Aug 2017 09:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -