সীমান্ত পেরিয়ে যে কোনও রকম হামলার মুখের মতো জবাব দিতে সেনাকে বললেন জেটলি
ABP Ananda, web desk | 18 May 2017 12:06 AM (IST)
শ্রীনগর: সীমান্ত পেরিয়ে যে কোনওরকম হামলার মুখের মতো জবাব দেওয়ার জন্য সেনাকে প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। কিছুদিন আগে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সেনা দুই ভারতীয় জওয়ানকে খুন করে তাঁদের মুণ্ডচ্ছেদ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের হামলার কঠোর জবাব দিতে তৈরি থাকতে বললেন সেনাকে। এদিন এক উচ্চপর্যায়ের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন জেটলি। সরকারি সূত্রের খবর, বিপজ্জনক শক্তিগুলিকে কঠোর হাতে দমন করার কথা বলেছেন জেটলি। একইসঙ্গে নিরীহদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও বলেছেন নিরাপত্তা বাহিনীকে। বৈঠকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব অমিত মিত্র এবং সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতও উপস্থিত ছিলেন। জঙ্গিদের উপদ্রব, কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা এবং নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় শ্রীনগরে পৌঁছন জেটলি। এরপরই বৈঠক শুরু হয়। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করা হয়। নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রোখার ব্যবস্থা আরও জোরাল করার পদক্ষেপগুলি সম্পর্কেও তাঁকে জানানো হয়। বৈঠকে জাতীয় সংহতির স্বার্থে সেনা জওয়ানদের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন জেটলি। তিনি বলেন, জওয়ানদের জন্য সমগ্র দেশ গর্বিত।