নয়াদিল্লি: চিন-সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অরুণাচল প্রদেশে নতুন সুড়ঙ্গ তৈরি করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
প্রথামাফিক, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। গতবর প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ২.৭৪ লক্ষ কোটি টাকা। এবারে তা বাড়িয়ে ২.৯৫ লক্ষ কোটি টাকা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থাৎ, গতবারের তুলনায় বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। এর মধ্যে, তিন বাহিনীর জন্য নতুন অস্ত্র, বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম খাতে বরাদ্দ করা হয়েছে ৯৯,৯৪৭ কোটি টাকা।
বৃহস্পতিবার, লোকসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে দেশের সামরিকবাহিনীর ভূয়সী প্রশংসা করেন জেটলি। তিনি বলেন, সীমান্তে পাহারা দেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে অভ্যন্তরীণ নিরাপত্তাও সুনিশ্চিত করছেন তাঁরা।
দেশের নিরাপত্তা আরও জোরদার করতে, সীমান্তঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে কেন্দ্র। এদিন জেটলি বলেন, সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন চলছে। রোহতং সুড়ঙ্গের মধ্য দিয়ে সারা বছর নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় থাকবে। আবার, ১৪ কিলোমিটার দৈর্ঘ্য জোজিলা পাস সুড়ঙ্গের বরাত দেওয়ার কাজ সময়মতো এগোচ্ছে।
এরসঙ্গেই জেটলি ঘোষণা করেন, অরুণাচল প্রদেশে চিন সীমান্ত লাগোয়া সেলা পাসেও একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। তিনি যোগ করেন, এবার সি-প্লেনের ওপর জোর দিচ্ছে সরকার। তিনি আরও জানান, দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ওপর জোর দিতে দুটি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। তিনি জানান, শিল্পবান্ধব সামরিক উৎপাদন নীতিও তৈরি করবে সরকার যাতে দেশেই প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম প্রস্তুত করতে ইচ্ছুক বিভিন্ন সরকারি, বেসরকারি ও মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগপতিদের সুবিধা হয়।