কোচি: স্থানীয় নৌ ঘাঁটি থেকে ৫৩ বছর বয়সি এক নৌসেনা জওয়ানের দেহ উদ্ধার হল। তাঁর দেহে গুলির চিহ্ন মিলেছে। মৃত জওয়ানের নাম নায়েক শিবদাসান কে। রবিবার রাতে সশস্ত্র সেন্ট্রি হিসেবে নৌ ঘাঁটিতে পাহারা দিচ্ছিলেন তিনি। তখন গুলি লেগে তাঁর মৃত্যু হয়। কোনওভাবে দুর্ঘটনার ফলে গুলি ছিটকে গিয়েছিল কিনা তদন্ত করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। মৃত নৌসেনা জওয়ানের বাড়ি কেরালার ত্রিশূরে। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। নৌ বাহিনী জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা।