নয়াদিল্লি ও কলকাতা: পটনা থেকে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাটের আঁচ পড়ল সংসদেও। উত্তপ্ত হল দুই কক্ষের অধিবেশন। সংসদের চলতি অচলবাস্থা কাটাতে, বৃহস্পতিবার সকালেই লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার। মমতার বিমান বিভ্রাট নিয়ে তাঁর কাছে ক্ষোভ উগরে দেন সুদীপ। এরপর গুলাম নবি আজাদের ঘরে বিরোধীদের বৈঠকেও বিষয়টি উত্থাপন করে তৃণমূল। বাকিরা সমর্থনের আশ্বাস দেয়। যার প্রতিফলন দেখা যায় লোকসভায়।
বিমান বিভ্রাট ইস্যুতে কংগ্রেস পাশে দাঁড়ানোয়, রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সরব হয় তৃণমূল। এরপর মমতার বিমান বিভ্রাট নিয়ে মুখ খোলে সরকারপক্ষ। সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, আমরাও চিন্তিত, উনি সুস্থ থাকেন। এরমধ্যেই ঘটনা নিয়ে একটি বিবৃতি পাঠ করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী। একই ছবি ছিল রাজ্যসভাতেও। বিমান-বিভ্রাট নিয়ে আলোচনা চেয়ে নোটিস দেয় তৃণমূল। তৃণমূলকে সমর্থন করে বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস।
কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ বলেন, আমি প্রাক্তন মন্ত্রী, গাফিলতি হয়েছে, তদন্ত হওয়া উচিত। বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী বলেন, তদন্তের প্রয়োজন রয়েছে। পাশে দাঁড়ায় সিপিএম-ও। দলের সাংসদ টি কে রঙ্গরাজনও জানান, তদন্ত হওয়া উচিত। তাৎপর্যপূর্ণভাবে বিমান বিভ্রাট প্রসঙ্গে তৃণমূলের পাশে দাঁড়িয়ে সরকারের কড়া নিন্দা করেন তামিলনাড়ুর এক বাম সাংসদ। ডিএমকে-কেও পাশে পায় তৃণমূল।
এরপরে বিবৃতি দেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা। বলেন, নিয়ম মেনেই হয়েছে, তিনটি ফ্লাইট ছিল, একসঙ্গে অবতরণ করতে চায়, জ্বালানি শেষ। সব রেকর্ড আছে,। নিয়ম মেনে যে আগে রয়েছে, তাকে ল্যান্ড করানো হয়েছে। ১৩ মিনিট চক্কর কেটেছে। আমরা ডিজিসিএ-কে বলেছি, একসঙ্গে তিনটি ফ্লাইট কী করে বলল? এটা নিয়ে তদন্ত হবে। প্রয়োজনে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে।
জয়ন্ত সিনহার বক্তব্য শোনার পর ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, তদন্তের মানেই হবে না। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে। এদিকে, বিমান বিভ্রাট ইস্যুতে দলের ভিনরাজ্যের সাংসদ তৃণমূলকে সমর্থন করলেও, বাইরে অবশ্য কটাক্ষ করেছেন বাংলার সিপিএম নেতারা। মহম্মদ সেলিম যেমন বলেন, কার্টুন, কমিক, সবের তদন্ত করাতে হবে।
এমনিতেই নোটকাণ্ডে সরকারের সঙ্গে সংঘাতের পরিস্থিতি ছিল বিরোধীদের। তাতে বাড়তি মাত্রা যোগ করল তৃণমূলনেত্রীর বিমান-বিভ্রাট।


ষড়যন্ত্র! নামার অনুমতি মেলেনি, কলকাতা বিমানবন্দরে আধঘণ্টা চক্কর কাটল মমতার বিমান