প্রতিটি হত্যায় দুঃখিত কাশ্মীরের জনগণ, কাশ্মীর সমস্যা সমাধানে বিলম্বের ফলে উপত্যকায় বিপর্যয়, বলল বিচ্ছিন্নতাবাদীরা
Web Desk, ABP Ananda | 15 Feb 2019 07:51 PM (IST)
শ্রীনগর: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর সারা দেশ ক্ষোভে ফুঁসছে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শিবির তখন বলছে, কাশ্মীর সমস্যার সমাধানে বিলম্ব উপত্যকায় বিপর্যয় ডেকে আনছে। সরাসরি গতকালের আত্মঘাতী জঙ্গি হামলায় জওয়ান নিধনের উল্লেখ না করে সৈয়দ আলি শা গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিক প্রমুখ শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতারা বিবৃতি দিয়ে বলেছেন, কাশ্মীরের জনগণ ও নেতৃত্ব তাদের মাটিতে প্রতিটি হত্যায় দুঃখিত, শোকার্ত। কাশ্মীর বিতর্কের অবসান, সমাধানে দেরি হওয়ার ফলে বিশেষত কাশ্মীর উপত্যকায় অভাবনীয় ঘটনা ঘটছে। তাঁরা আরও বলেছেন, হত্যাকাণ্ড, পাল্টা হত্যাকাণ্ড বন্ধ করতে হলে, এই অঞ্চলে সত্যিই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের বিরোধ, শত্রুতায় ইতি টানতে হবে, সংশ্লিষ্ট তিনটি পক্ষের সবাইকে শামিল করে সবার উদ্বেগ, ভাবনার কথা শুনতে হবে, মানবিকতা ও ন্যয়বিচারের মানসিকতা নিয়ে তার সমাধানে ব্রতী হতে হবে। চিরতরে কাশ্মীর বিতর্কের মীমাংসা হোক।