নয়াদিল্লি: উজবেকিস্তানের এক মহিলার আনা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মেহরাউলির বাসিন্দা জনৈক সোনু ওরফে সুমিত। গত শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ২২ বছরের উজবেক মহিলা। পুলিশ জানিয়েছে, মেয়েটির দাবি, ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ সোনুর। নিজেকে গুরগাঁওয়ের একটি আইটি কোম্পানির এক্সিকিউটিভ পরিচয় দেয় সে। তাঁকে ভারতে কাজের ব্যবস্থা করে দেওয়ার টোপ দেয়। তিনি ভারতে এলে বিমানবন্দরে তাঁকে রিসিভ করে, মেহরাউলিতে তাঁর থাকার বন্দোবস্তও করে দেয়। কিন্তু কিছুদিন বাদে সিকিউরিটি ডিপোজিট হিসাবে দরকার বলে তাঁর পাসপোর্ট, টাকাপয়সা সব কেড়ে নেয় সোনু। এরপর তাঁর বাড়িতে উঠে আসে, গত প্রায় ৬ মাস ধরে তাঁকে ধর্ষণ করে।
মেয়েটির শারীরিক পরীক্ষায় ধর্ষণের দাবি প্রমাণিত হওয়ার পর সোনুকে গ্রেফতার করে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে, সে কোনও নারী পাচার চক্রের সদস্য কিনা।
এই নিয়ে গত ১ মাসে দ্বিতীয়বার উজবেক মহিলার ওপর যৌন নিগ্রহের অভিযোগ পাওয়া গেল। গত ১৫ মার্চ বসন্তকুঞ্জের বাসিন্দা এক উজবেক মহিলা তাঁর লিভ-ইন পার্টনার ও তার সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।