নয়াদিল্লি: এটিএমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন। নোট বাতিলের ফলে তৈরি হওয়া সমস্যার জন্য তাঁকে দায়ী করেছিলেন। এটাই ছিল লালন সিংহ কুশওয়াহা (৪৫) নামে ওই ব্যক্তির ‘অপরাধ’। এই কারণে তাঁর মাথায় ক্রিকেটের উইকেট দিয়ে আঘাত করলেন আশিক নামে এক ব্যক্তি। লালনের মাথায় তিনটি সেলাই পড়েছে। অভিযুক্ত পলাতক।

ঘটনাটি দক্ষিণ দিল্লির জয়িতপুর অঞ্চলের। আক্রান্ত লালন পেশায় চিত্রশিল্পী। তিনি সারা দেশের মানুষের মতোই নোট-সমস্যায় জেরবার। এদিনও দীর্ঘক্ষণ এটিএমের লাইনে দাঁড়াতে হয়েছিল তাঁকে। সেই লাইনে দাঁড়িয়েই মোদীর সমালোচনা করছিলেন লালন। সেই লাইনে ছিলেন আশিকও। তিনি মোদীর সমালোচনা শুনেই ক্ষিপ্ত হয়ে লালনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর উইকেট দিয়ে লালনের মাথায় তিনবার আঘাত করেন। রাস্তায় লুটিয়ে পড়েন লালন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়িতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আশিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি আর প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না? আপনার মতামত জানান।