নয়াদিল্লি: করোনা আবহে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, তখন একটা ছোট্ট ঘরে আটকে রাখা হল ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীকে! শুধু তাই নয়, তাঁদের ওপর চালানো হল অত্যাচার, করা হল মারধর! দিল্লির বৃদ্ধাশ্রমের এমনই বিরুদ্ধে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিল প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরেই দিল্লির নাংলোই এলাকার একটি এনজিও পরিচালিত বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল। আবাসিকদের সঙ্গে খারাপ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এমনকি তাঁদের একটা ছোট্ট ঘরে জোর করে আটকে রাখা হচ্ছিল বলেও অভিযোগ! তাঁদের মারধর করা হত বলেও জানা গিয়েছে।
শুক্রবার দিল্লির নারী ও শিশু কল্যাণমন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল আচমকা ওই বৃদ্ধাশ্রমে হানা দেন। সঙ্গে ছিল পুলিশ। এভাবে অতর্কিতে হানা দিতেই ছবিটা সামনে আসে। অপরিচ্ছন্ন শৌচাগার, সামাজিক দূরত্ববিধির বালাই নেই। ছোট্ট ঘরে রাখা হয়েছিল ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীকে। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রশাসনের তরফে তাঁদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজেন্দ্র পাল গৌতম।
ঘুপচির মধ্যে ১৯ বৃদ্ধ-বৃদ্ধা , প্রতিবন্ধীকে আটকে রেখে মারধর! তদন্তের নির্দেশ দিল দিল্লি প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2020 02:09 PM (IST)
করোনা আবহে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, তখন একটা ছোট্ট ঘরে আটকে রাখা হল ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীকে! শুধু তাই নয়, তাঁদের ওপর চালানো হল অত্যাচার, করা হল মারধর! দিল্লির বৃদ্ধাশ্রমের এমনই বিরুদ্ধে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিল প্রশাসন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -