নয়াদিল্লি: পূর্ব দিল্লিতে গত মাসের শেষে স্কুল বাস থেকে অপহৃত হয় ৪ বছরের নার্সারির ছাত্রটি। আজ গভীর রাতে উদ্ধার হয়েছে সে, পুলিশের সঙ্গে অপহরণকারীদের এনকাউন্টারে মারা গিয়েছে এক দুষ্কৃতী।
২ জন বাইক আরোহী ছাত্রছাত্রী ভর্তি স্কুল বাসে উঠে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। শেষ ১০ দিন ধরে তাদের ধরার চেষ্টা করছিল দিল্লি পুলিশ। ২৮ জানুয়ারি দুষ্কৃতীরা ছেলেটির বাবা মাকে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। সেই সূত্র ধরে গতকাল রাত একটা নাগাদ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সাহিবাবাদের শালিমার সিটির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে হানা দেয়। শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলিতে মারা যায় ১ অপহরণকারী, আহত হয় ২ জন।
শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
২৫ জানুয়ারি পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনসে ১৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাওয়া স্কুলবাসের রাস্তা রুখে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ছেলেটিকে অপহরণ করে দুষ্কৃতীরা। শিশুটির দিদি তৃতীয় শ্রেণির ছাত্রী, সে ভাইকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার সাধ্যে কুলোয়নি। চালক তাদের ঠেকানোর চেষ্টা করলে তাঁর পায়ে গুলি করে তারা।
দিল্লিতে স্কুলবাস থেকে অপহৃত ৪ বছরের শিশু অবশেষে উদ্ধার, পুলিশের গুলিতে খতম ১ দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2018 08:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -