নয়াদিল্লি: চার বছরের এক শিশুকে ধাক্কা মেরে, তারপর তাকে চিকিত্সা করানোর নাম করে টানা পাঁচ ঘণ্টা শহরের বিভিন্ন হাসপাতালে চক্কর অভিযুক্ত ট্যাক্সি চালকের। অবশেষে গাড়িতেই মৃত্যু হল ওই শিশুর। শিশুর মায়ের অভিযোগ তাঁকে অভিযুক্ত ট্যাক্সি চালক চাপ দেয় দুর্ঘটনার অভিযোগ থানায় দায়ের না করতে। এমনকি ছেলের মৃত্যু খবর কাউকে জানালে, তাঁদের ট্যাক্সির মধ্যে বন্ধ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয় ওই চালক, অভিযোগ শিশুটির মায়ের। ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত চালকের নাম রাহুল। ঘটনাটি ঘটে গত শুক্রবার দিল্লির মুখার্জীনগর এলাকায় যখন খেলা করছিল চার বছরের রোহিত কুমার। আচমকা গাঁড়িটি পিছনে নিতে গিয়ে রোহিতকে ধাক্কা মারে রাহুলের ট্যাক্সি। ঘটনায় লোক জমায়েত হলে, নিজেকে বাঁচাতে শিশুটিকে ট্যাক্সিতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত চালক। কিন্তু রোহিতের মায়ের অভিযোগ, এইমস থেকে হিন্দু রাও হাসপাতাল সব জায়গাতে গেলেও, চালক প্রতিবার নিজেই সেখানে একলা ঢোকে। প্রতিবারই সে বলে দুর্ঘটনায় আহতকে হাসপাতাল কর্তৃপক্ষ নিতে অস্বীকার করছে। এভাবে পাঁচ ঘণ্টা চক্কর কাটার পর রোহিতের মৃত্যু হয়। রোহিতের মৃত্যুর আধ ঘণ্টা পর কোনওভাবে নিজের স্বামীর সঙ্গে যোগাযোগ করেন শিশুর মা। কিন্তু তখন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।
ধাক্কা মেরে আহতকে নিয়ে শহরে পাঁচ ঘণ্টা চক্কর ট্যাক্সি চালকের, অবশেষে গাড়িতেই মৃত্যু চার বছরের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2017 03:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -